মালদা

বিচারাধীন বন্ধির কাছ থেকে অবৈধ ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদা জেলা সংশোধনাগারের কারারক্ষীদের বিরুদ্ধে। টাকা দিতে রাজি না হওয়ায় বেধড়ক মার ওই অভিযুক্তকে।

বিচারাধীন বন্ধির কাছ থেকে অবৈধ ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদা জেলা সংশোধনাগারের কারারক্ষীদের বিরুদ্ধে। জামিনে মুক্ত এক অভিযুক্তের কাছ থেকে দশ হাজার টাকা চাওয়া হয়, আর দিতে রাজি না হওয়ায় অভিযুক্ত ওই যুবককে বেধড়ক মারধর করে কারারক্ষীরা বলে অভিযোগ। আহত অভিযুক্ত বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। কারারক্ষীদের এমন অমানবিক ঘটনার প্রতিবাদে ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের পরিবার। এমনকি মানবাধিকার কমিশনেও জানানো হচ্ছে অভিযোগ। জানা গেছে রতুয়া থানা এলাকায় সবজিপাড়াতে এক সংর্ঘসের ঘটনার অভিযোগে গত মাসের ২২তারিখে গ্রেফতার হয় নুর আলম সবজি। এরপর চাঁচল মহাকুমা আদালত নুর  আলম সবজিকে মালদা জেলা সংশোধনাগারে পাঠায়। মঙ্গলবার নুর আলম সবজির মামলাটি পুনরায় আদালতে ওঠে। জামিনে তাকে মুক্তি দেয় চাঁচল মহাকুমা আদালত। বুধবার মালদা জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় নুর আলম সবজিকে। কিন্তু মুক্তি পাওয়ার পর বাড়ি ফেরা হল না তার। কারারক্ষীদের বেধড়ক মারে আহত নুর আলমকে বাড়ির পরিবর্তে চিকিৎসার জন্য প্রথমে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ব্যাপারে সংশোধনাগারের সুপার নিরঞ্জন সাহাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন প্রতিক্রিয়া দিতে চাননি।